সর্বশেষ ::
সিরাজগঞ্জে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নাঈম (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজের ১৯ ঘন্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনার শাখা নদী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবরি দল স্কুল ছাত্রের মরদেহটি উদ্ধার করে।
নিহত নাঈম একই উপজেলার চন্দনগাঁতী গ্রামের নূরনবীর ছেলে ও সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকেলের দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে সমবয়সী কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নামে নাঈম।
এ সময় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
পরবর্তীতে রাজশাহীর ডুবুরি দল সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রোববার সকাল ৯ টায় নিখোঁজ স্কুল ছাত্র নাঈমের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।