পাবনা জেনারেল হাসপাতাল থেকে ৬ দালাল আটক

- আপডেট সময় : ০৮:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেনারেল হাসপাতাল থেকে ৬ দালাল চক্রের সদস্য আটক করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ডিবি ওসি আব্দুল হান্নান নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত’রা সদর পৌর এলাকার শালগাড়ী মোঃ আব্দুল হান্নান’রে ছেলে মোঃ পিন্টু(৩২), মৃত মহররম’র ছেলে মোঃ রাসেল(২৫), ছাতিয়ানী’র মৃত আমিনউদ্দীন’র ছেলে মোঃ মুক্তার হোসেন (৪০), কবিরপুর’র মোঃ মসিদুল ইসলাম’র ছেলে মোঃ উজ্জ্বল ফকির(৩০), মৃত রিয়াজ হোসেন’র ছেলে মোঃ সাকিল (২০) ও আব্দুল মজিদ’র ছেলে সোহাগ (২৯)।
ডিবি ওসি আব্দুল হান্নান বলেন, হাসপাতালে গ্রামগঞ্জ থেকে আসা রোগীদের মূল টার্গেট তাদের, ভাল চিকিৎসা’র নাম করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়ার নাম বিভিন্ন টেস্ট করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই সংঙ্ঘবদ্ধ দালাল চক্রের দল। তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।