বগুড়ার শেরপুরে ভোট কেন্দ্রে হামলা ও ব্যালট ছিনতাই, ছুরিকাঘাত ১

- আপডেট সময় : ০৩:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
মিনহাজুল বারী, বগুড়াঃ বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে ভোট কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আওয়ামীলীগের এক সমর্থক ছুরিকাহত হন। এঘটনায় এক ঘণ্টা ভোট গ্রহন বন্ধ থাকে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত খানপুর ইউনিয়নের খাগা দোলং ভিসিসি দাখিল মাদ্রাসা কেন্দ্রে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপুর্ন ভোট গ্রহণ চলছিল। বেলা সাড়ে ১১ টার দিকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী পরিমল দত্তের কর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল দিচ্ছিলেন। এ খবর পেয়ে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা পিয়ার আলীর একদল কর্মী ঘোড়া প্রতীকের শ্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশ করলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং ভাংচুর শুরু হয়। একপর্যায় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে কেন্দ্রের বাহিরে যান ঘোড়ার সমর্থকরা। সেখানে নৌকা মার্কার কর্মীদের সাথে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় নৌকা মার্কার সমর্থক স্বদেশ নন্দীকে (৪৮) ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এএইচএম শিবলী সাদিক নৌকা মার্কায় সিল মারার অভিযোগ অস্বিকার করে বলেন ঘোড়া মার্কার একদল কর্মী অতর্কিত ভাবে কেন্দ্রে হামলা করে বেশ কয়েকটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। এ কারণে ভোট গ্রহন স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু করা হয়। হামলার আগে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।