বগুড়ার হরিপুরে জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের বটির আঘাতে আহত ২ গ্রেফতার ২

- আপডেট সময় : ১০:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
মিনহাজুল বারী, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হরিপুর গ্রামে জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের ধারালো বটির আঘাতে গুরুত্বর আহত ২, হাসপাতালে ভর্তি,থানায় অভিযোগ,গ্রেফতার ২ থানায় অভিযোগ ও সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে,শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর ভরিয়াপাড়া গ্রামের আফজাল হোসেন আকন্দের ছেলে পুটু মিয়ার সাথে একই গ্রামের রেজাউল আকন্দের ছেলে জুয়েল রানা(২৮) জান্নাতুল ইসলাম গং দের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসতেছে।
আসামীগন সেই সূত্র ধরে গতকাল শনিবার বেলা ১২ টার সময় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে রাম দা,চাইনিজ কুড়াল ধারালো বটি সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সর্জিত হয়ে ভিকটিম ইজবর আলীর বসত বাড়িতে বে আইনি ভাবে প্রবেশ করে ইজবর আলীর ডান কাঁধে বটি দিয়ে কোপ দেয় তাঁর চিৎকারে সাহাজুল ইসলাম আগাইয়া আসলে সন্ত্রাসীরা ধারালো বটি দিয়ে তাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে হুমকি ধামকি দিয়ে বীর দর্পে চলে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়।
তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই শিবগঞ্জ থানায় অভিযোগ করা হলে ঘটনার সাথে জড়িত রেজাউল আকন্দ ও তাজুল ইসলাম তাজু কেরানী কে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।