পাবনায় জাঁতসাখিনী ইউনিয়নে পুনরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ১৫০ বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার জাঁতসাখিনী ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ড নয়াবাড়ী ও সিন্দুরী কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে মানববন্ধন ও বিভোক্ষ করেছে ৬নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আনিছুর রহমান ও এলাকাবাসি।
আজ রবিবার বিকেলে কাশিনাথপুর বাজার মহাসড়কে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নয়াবাড়ি নামক স্থানে মানববন্ধনে মিলিত হয়।
এসময় মেম্বার পদ প্রার্থী আনিছুর রহমান বক্তব্যে বলেন, নয়াবাড়ী ও সিন্দুরী কেন্দ্রের ভোট পুনরায় গণনার জন্য বেড়া উপজেলা নির্বাহী অফিসার, বেড়া উপজেলা নির্বাচন অফিসার এবং জাঁতসাখিনী ও ঢালারচর রিটানিং অফিসার বরাবর গত ০৬ জানুয়ারি লিখিত আবেদন করেছেন। তিনি আরো জানান মোঃ সুজন শেখ তালা মার্কা, মোঃ রাশেদুল ইসলাম শুকুর বৈদ্যুতিক পাখা তারাও লিখিত আবেদন করেছেন।
আমি নির্বাচনী প্রতীক ফুটবল মার্কা। নয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিন্দুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় দুটো কেন্দ্র ৬ নং ওয়ার্ড । ভোট গণনার সময়ে বিরোধী প্রার্থী মোঃ আফাজ মিরের এজেন্ট আমার এজেন্টকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে বের করে দেয়। কেন্দ্্ের দায়িত্বরত রিটানিং অফিসার নয়াবাড়ী এবং সিন্দুরী কেন্দ্রের কোন ফলাফল না দিয়ে চলে যায়। তাই ঊধর্বতন কর্মকর্তা কাছে বিষয় টি ক্ষতিয়ে দেখার দাবি করেন ।