সর্বশেষ ::
সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আকবর হোসেন (৫০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার রান্ধুনীবাড়ি বাজার এলাকায় এঘটনা ঘটে।
নিহত আকবর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক বলে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু নিশ্চিত করেছেন।
নিহত উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু জানান, নিহত আকবর তার নিজ বাড়ির পাশেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন তিনি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মৃত্যুর খবর পেয়েছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
সহকারি পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. সিদ্দিক আহম্মেদ জানান, রাত ৮ টার দিকে রান্ধুনীবাড়ী বাজারে এক যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এঘটনার পরে বাজারের ব্যবসায়ীরা ভয়ে সকল দোকান পাট বন্ধ করে পালিয়ে গেছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।