সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবী জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
জেলা বিএনপির সহ- সভাপতি অমর কৃঞ্চদাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় তিবি বলেন, নিহত আকবর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এটি রাজনৈতিক হত্যাকান্ড বলে আমরা মনে করি। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, গত ৩০ ডিসেম্বর বেগম খালেজা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবীতে জেলা বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি’র নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলো তাদের ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাই আমরা মনে করি পুলিশ ইচ্ছে করলে যুবদল নেতা হত্যাকান্ডের ঘটানাটি সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করতে পুলিশ সক্ষম হবে।
এসময়, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আলগীর আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, দপ্তর সম্পাদক পলাশসহ জেলা বিএনপি’র নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, গত বুধবার (২ জানুয়ারী) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আকবর হোসেন বড় সারুটি গ্রামের মৃত মজিবরের ছেলে।