দিনাজপুরে সম্পত্তীর জেরকে কেন্দ্র করে ছোট ভাইদের প্রহারে বড় ভাই গুরুতর আহত

- আপডেট সময় : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
দিনাজপুরে সম্পতির জেরকে কেন্দ্র করে আপন ছোট ভাইদের প্রহারে বড় ভাই গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ইউসুফ আলীর তিন ছেলের মধ্যে সম্পত্তির জেরকে কেন্দ্র করে গত ১ জুলাই শনিবার রাত একটার সময় আপন দুই ভাই রবিউল ইসলাম বাবু ও আশরাফুল ইসলাম বড় ভাই আনোয়ারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে প্রহার করে দুই হাত ও দুই পা ভেঙে দিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত আনারুল ইসলামের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা যায় আনারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। আঘাতের কারনে তার দুই হাত ও দুই পা ভেঙে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।