সর্বশেষ ::
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম, ১২ নভেম্বর কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে নাগেশ্বরীতে চারজন ও শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজারহাটে একজন মারা গেছেন।
প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে ঢাকাগামী নৈশকোচের চাপায় অটোরিকশার চালক ও একই পরিবারের তিন যাত্রীসহ চারজন মারা যান।
নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, একই এলাকার শহিদুল ইসলাম ও তার মেয়ে শিশু সুমাইয়া, মা সুফিয়া বেগম।