দিনাজপুরে মসজিদ ও মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় জেলা আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসার ২৬শতক জমি দখল করে নিয়েছে কয়েকজন ভূমিদস্যু। এতিমদের জায়গা ফিরে পেতে দখলকৃত জায়গার সামনে এক বিশাল মানববন্ধন পালন করেছে মাদ্রাসার এতিম ছাত্রসহ এলাকার গণ্যমান্য বক্তি এবং বিভিন শ্রেনী পেশার মানুষ।
১১ ডিসেম্বর শনিবার দুপুর দেড়টায় স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন আহলে হাদিস জামে মসজিদের সভাপতি এম এল কবির, সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন আহম্মেদ এবং জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৪ সালে খিতিশ চদ্র দাস কবলা দলিল মুল আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসাকে উক্ত সম্পত্তি দান করে যান। পরবর্তীতে এই সম্পত্তি দলিল মুলে ওয়াকফ্ করা হয়।
পরবর্তীতে মসজিদ কমিটির কতিপয় ব্যক্তি ভুমিদস্যুদের সাথে যোগসাজস করে ভুয়া কাগজপত্র তৈরি করেন।কতিপয় কিছু ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের জন্য মসজিদ ও মাদ্রাসার জমি ভুয়া দলিলের মাধ্যমে নিজেদের দাবি করে পেশী শক্তির বলে দখল করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এতিমদের জমি রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধির আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।