দিনাজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

- আপডেট সময় : ০১:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এর আয়োজনে এবং স্থানীয় এনজিও সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, সকলের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করে সুস্থ্য প্রজন্ম উপহার দিতে আমরা অঙ্গীকারবন্ধ।
বিশ্বকে সুরক্ষিত করতে হলে সকলকে সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত যে বিপর্যয় ঘটেছে তাতে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১.৩ কোটি মানুষ মারা যাচ্ছে। বিশ্বে প্রায় ৯০ শতাংশ মানুষ দুষিত বায়ু গ্রহণ করছে এবং এর ফলে হৃদরোগ, হাপানী এবং ফুসফুসসহ বিভিন্ন রোগের শিকার হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরাজ উল্লাহ। বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুহাঃ সাদিকুর রহমান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ কাওসার আহমেদ।
মুক্ত আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ আল-আমিন, ব্র্যাকের প্রতিনিধি শ্যামল কুমার সরকার, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী সংস্থার আলেয়া বেগম, হাসনা হেনা দুঃস্থ্য মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সোহেলী আকতার ছবি, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, পল্লীশ্রী’র সাজেদুল ইসলাম, সন্ধ্যানীর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, মেডিসিন ক্লাবের প্রতিনিধি তানভীর আহমেদ। সঞ্চালনায় ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুর রহমান।
র্যালী ও আলোচনা সভায় অংশ নেয় ব্র্যাক, পল্লীশ্রী, ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও, এফপিএবি, কাঞ্চন সমিতি, লাইট হাউজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, অনুঘটক, আলোহা, সাধনা উন্নয়ন সংস্থা, আরডিও, আপোষ, হাসনা হেনা দুঃস্থ্য মহিলা উন্নয়ন সংস্থা, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, আপন নারী উন্নয়ন সংস্থাসহ দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ছাত্রি, জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। র্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, রক্তচাপ, রক্তের সুগার পরীক্ষা ও ওজন নিরুপনের জন্য হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।