ছাতক শহরে একই রাতে ৩ দোকানে চুরির ঘটনায় শংকিত ব্যবসায়িরা

- আপডেট সময় : ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
ছাতকে ব্যাপক হারে চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। শহর এবং প্রত্যন্ত এলাকায় প্রতি রাতেই ঘটে যাচ্ছে চুরির ঘটনা। এরমধ্যে গরুচুরি ও সিঁদেল চুরির ঘটনাও ঘটছে অহরহ। ছাতক পৌর শহরে একইরাতে ৩ টি দুর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে শহরের ৩ টি দোকান ঘর চুরি হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার মালামালসহ নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। রাতে শহরের বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গ্যালারি ষ্টোরে চুরির ঘটনা ঘটনা ঘটে। এ দিকে
রেলওয়ে মসজিদ মার্কেটের দোকানেও রবিবার রাত চুরি সংঘটিত হয়। এক সপ্তাহ আগে শহরের পশ্চিম বাজারের গৌরাঙ্গ পালের দোকান ঘরের টিনের চালা খুলে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, তেল-সাবানসহ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, সম্প্রতি ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এখানে কয়েকটি খুনের ঘটনাসহ চুরি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরা চালানের মাধ্যমে অবৈধ পন্য আমদানি এবং বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ম্যনেজ করেই এখানে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। তারা জানান, দিনে-রাতে ছাতক শহরকে চোরাচালানের একটি প্রধান রোড হিসেবে ব্যবহার করে পুলিশের নাকের ডগা দিয়ে ভারতীয় গরু মহিষ পাচার করছে চোরা চালানীরা। বিনা বাঁধায় তারা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়েই যাচ্ছে। ছাতক শহরে ইদানিং প্রায়ই চুরির ঘটনা ঘটে যাচ্ছে এতে ব্যবসায়ি মহল শংকিত বলে জানান, ব্যবসায়ি গৌরাঙ্গ পাল, জালাল উদ্দিন, শওকত মিয়াসহ বাগবাড়ি পয়েন্ট, পশ্চিম বাজার, রেলওয়ে মসজিদ মার্কেট, কোর্ট রোড এবং কলেজ রোড এলাকার ব্যবসায়িরা।