সর্বশেষ ::
শাল্লায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করলো প্রসাশন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ১৫১ বার পড়া হয়েছে
তন্ময় দেব শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্য বিভাগের কাগজপত্র ছাড়া গড়ে ওঠা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সুনামগঞ্জের শাল্লায় অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন।
অভিযানে হাসপাতাল ব্যানার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা সহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন এবং ২ হাজার টাকা জরিমানা করেন।
এবিষয়ে মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রঞ্জন কুমার কর বলেন আমার মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রসেসিংয়ে ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা সহ সিলগালা করা হয়েছে।