সুনামগঞ্জের শাল্লায় যুবলীগ নিয়ে চলছে টানাহেঁচড়া

- আপডেট সময় : ১১:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগ কমিটি নিয়ে সুনামগঞ্জের শাল্লায় শুরু হয়েছে টানাহেঁচড়া। যারা কখনো কোনদিন আওয়ামীলীগের দলীয় কোন কাজে অংশ গ্রহণ করেনি কিংবা জয় বাংলা স্লোগান মূখে উচ্চারণ করতে দেখিনি সে রকম বেশ কয়েকজনকে নিয়ে শাল্লার যুবলীগ আহবায়ক কমিটি দাখিল করা হয়েছে জেলা কমিটি নিকট।
এমন তথ্য নিশ্চিত করেছে একটি সূত্রে। অথচ যারা যুবলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তাদের মূল্যায়ন করা হচ্ছে না। একই পরিবারে একাধিক নেতা তৈরি করার পায়তারা করছে স্থানীয় কিছু স্বার্থপর নেতা কর্মী। উক্ত কমিটিতে জাত বিএনপির সন্তান সহ বেশ কয়েকজন ভিন্ন দলের সমর্থনকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যায়।
সেই কমিটিতে আহবায়ক করা হয় ফেনী ভুষন সরকারকে অথচ সেই ফেনী ভুষন ছাত্র রাজনীতিতে ছাত্র সমাজের সঙ্গে সম্পৃক্ত ছিল। আর যারা ছাত্র জীবনে ছাত্র লীগ করে এখন যুবলীগ করছে সেই রকম ব্যক্তিদের বাদ দিয়ে কমিটি দাখিল করা কে আওয়ামী লীগ রাজনীতির পরিপন্থী বলে জানান বর্তমান যুবলীগের কর্মীরা।
কথা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মী তফসির চৌধুরী সাথে ,তিনি জানান যারা পুর্বে ছাত্র লীগ করে বর্তমানে যুবলীগের কার্যক্রমে সম্পৃক্ত তাদের বাদ দিয়ে কিছু হাইব্রিড লোকের সমন্বয়ে যুবলীগ কমিটি হবে এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না।
যাচাই বাছাই করে সিনিয়র যুবলীগ নেতাকর্মীদের সমন্নয়ে কমিটি অনুমোদন দেয়ার জন্য জেলা কমিটির প্রতি অনুরোধ জানান। এনিয়ে কথা বলেন বর্তমান যুবলীগের অন্যতম নেতা অরিন্দম চৌধুরী অপু। তিনি জানান কি আর বলবো, দলের সঙ্গে যারা বেইমানি করে তাদের নিয়ে আহবায়ক কমিটি দাখিল করা হয়েছে এটি খুবই দুঃখ জনক।
এমন কমিটি দাখিল করার পেছনে স্থানীয় কিছু নেতার হাত রয়েছে বলে ধরণা । তারা তাদের স্বার্থে দলে যাকে ইচ্ছা হয় তাদের কেই অন্তর্ভুক্ত করছে। এমন হলে দলের ভীষণ ক্ষতি হবে বলে তিনি জানান। এবিষয়ে সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক পীযুষ দাসের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, দল করতে হলে দলীয় লোক দিয়েই কমিটি করতে হবে।
দলের কল্যাণ চিন্তা করতে হলে শত্রু কিংবা মিত্র সেটা দেখার বিষয় নয়। যারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগ প্রেমিক এবং দীর্ঘ দিন দলের হয়ে কাজ করছে তাদের কে দিয়েই কমিটি করা উচিৎ । অন্যতায় আওয়ামী যুবলীগের কার্যক্রম পরিচালনায় দক্ষতার অভাব দেখে দিবে এতে সন্দেহ নেই।
এসব বিষয় নিয়ে স্থানীয় নেতাদের আরো সহনশীল হয়ে কাজ করার আহবান জানান তিনি। এমন অবস্থায় শাল্লার আওয়ামী যুবলীগের মধ্যে চলছে নেতা নির্বাচনে টানাহেঁচড়া কর্মকাণ্ড।