শাল্লায় কৃষকলীগ নেতার বিরুদ্ধে মিত্যা অভিযোগ

- আপডেট সময় : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ২০৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় চার পাঁচ জনের একটি নটরাজ চক্র বার বার সম্মানী ব্যক্তিবর্গের সম্মান নিয়ে খেলতে মরিয়া হয়ে যায়। হাসপাতাল কান্ডে ও এর বহিঃপ্রকাশ ঘটেছে।
ওরা জানে না মিত্যা ও সত্যের মধ্যে ব্যবধান অনেক।
হিংসাপরায়ণ হয়ে তেমনি আর একটি বানোয়াট সাজানো আবেদন করান আনন্দপুর গ্রামের আশুতোষ রায়কে দিয়ে ৩১ মে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার বরাবরে।
আশুতোষ রায় বলেন, টিউবেলের জন্য পীযুষ বাবুকে নিয়ে জনস্বাস্থ্য অফিসে গিয়ে সিকিউরিটির টাকা দিয়েছি টিউবেলও পেয়েছি। আমার সঙ্গে উনার কথা কাটাকাটি হয়েছে অন্য বিষয়ে। দরখাস্ত কেন করলেন বলতেই তিনি ফোন কেটে দিলেন।
জনস্বাস্থ্য কর্মকর্তা ভারত থেকে ফোনে জানান, পীযুষ বাবু আশুতোষ রায়ের টিউবেলের জন্য সুপারিশ করেছিলেন, টিউবেল দেয়া হয়েছে।
এর বেশি আমি কিছুই জানিনা।
কৃষকলীগ যুগ্ম আহবায়ক পীযুষ দাস বলেন, সরকারি ঘর দেয়ার আমি কে। টিউবেলের জন্য আমি সুপারিশ করেছি তিনি টিউবেল পেয়েছেন।
এখন শুনি আমার নামে অভিযোগ। তিনি আরো বললেন আমি তার নিকট ১৫ হাজার টাকা পাই। সেই টাকা চাইতে গিয়ে আশুতোষ রায়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। সেই বিষয় কে কেন্দ্র করে এই নাটক।
সম্প্রতি কিছু লোক আমার লিখা লিখিতে ক্ষুব্ধ। তাই তারা আশুতোষ রায়কে দিয়ে মিত্যা বানোয়াট সাজানো অভিযোগ করেছেন।
এর পিছনে রয়েছে আনন্দপুরের মাতাল মিহির রায়। তার বিরুদ্ধে নিউজ করায় রায় রায় আত্মীয় তাই সাজানো অভিযোগ তৈরি করেছে। তবে তিনি বলেন তদন্তে সব কিছু প্রমাণিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার পর বুঝা যাবে বিষয় কি।