সর্বশেষ ::
বিমুগ্ধ-জেবু নজরুল ইসলাম

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
বিমুগ্ধ
জেবু নজরুল ইসলাম
………………………………………………………………………………………………………………………………………………………………………
তুমিই করে রেখেছো আমায় উদ্ভ্রান্ত নিশাচর প্রাণীর মতো,
তোমার দিকে তাকিয়ে থাকি স্পন্দনহীন চোখে দিন- রাত্রি অবিরত।
তোমার স্পর্শ পাই ভোরের নির্মল বাতাস ছোঁয়ানো সোনালি আলোতে,
দেখি তোমায় সন্ধ্যার আলো আঁধারের মিলন খেলায়।
তোমার সুবর্ণ আলোকচ্ছটার উজ্জ্বল শুভ্র রশ্মি উপভোগ করি প্রতিনিয়ত যামিনীর অন্ধকারে,
ধীরে ধীরে বিলীন হই তোমাতে সম্পূর্ণরূপে,
মিশে যাই তোমার স্নিগ্ধ জ্যোতিরগভীরে।
হতে চাই তোমার সৌরভে বিমুগ্ধ
তোমাকে রাখতে দুবাহুর আলিঙ্গনে নিশ্চুপ বসে থাকি রাত জাগা পাখির ন্যায় নিশীথে।
আষাঢ়ের বাদলের মতো তোমার সুন্দরে নিজকে বিলিয়ে দিতে মনে বড় সাধ,
তোমাকে ভাবতে ভাবতে এখন আমি ভীষণ ক্লান্ত পথহারা মরুর যাত্রীর মতো আজ বড়ই তৃষ্ণা বুকে।