তিন নয়নের যাত্রা-সাগর আহমেদ আরিফ

- আপডেট সময় : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
শান্তা ইসলাম কথাঃ লেখক সাগর আহমেদ আরিফ এর প্রথম উপন্যাস “তিন নয়নের যাত্রা” প্রকাশ হয়েছে, উপন্যাসটি একটি বাস্তব, নির্মম হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে লিখা হয়েছে। ঘটনাটি ঘটে ২০১৪ সালের ১২ই জুন রোজ বৃহস্পতিবার।
নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন আনসার অফিসের সামনে। একটি রক্তপিপাসু ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনটি তাজা, জলজ্যান্ত যুবকের নির্মম মৃত্যু। যে ঘটনাটি নেত্রকোনার মানুষের মাঝে নিদারুণ বেদনার দাগ কেটেছিল। শোকের ছায়া নেমে এসেছিল নেত্রকোনা মানচিত্রে।
সে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণী পেশ করা হয়েছে এই উপন্যাসে। উপন্যাসটি যেই পড়েছে চোখের জলে আর নাকের জলে হয়েছে। ইতোমধ্যে উপন্যাসটি ব্যাপক সাড়া ফেলেছে পাঠক মহলে।
এবং এরই হাত ধরে ২০২২ বই মেলায় বহু সংখ্যক বই বিক্রি করতে সক্ষম হয়। লেখক বলেন, লেখা একটি শক্তি। সে শক্তিকে কাজে লাগাতে চান তিঁনি।
তবে পাঠকের ভালোবাসা ও উৎসাহ পেলে সামনে আরও বই প্রকাশ করবে বলে তিঁনি বলেন। তাঁর লেখা অসখ্য কবিতা, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। এবং বর্তমানেও প্রকাশিত হচ্ছে।
তিঁনি বর্তমানে প্রফেসর ননী গোপাল সরকার স্যারের সান্নিধ্যে থেকে সাহিত্য চর্চা করে যাচ্ছেন।