নবীনগরে চেয়ারম্যান পদে ৮৮,সংরক্ষিত আসনে ১২০ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

- আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৮৮ জন, সংরক্ষিত আসনে মোট ১২০ জন এবং সাধারণ সদস্য পদে মোট ৪৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেননবীনগর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, আনোয়ার নৌকা, জিয়াউর রহমান ইসলামি আন্দোলন বাংলাদেশ, বকুল স্বতন্ত্র, কবির আহমেদ স্বতন্ত্র।
সংরক্ষিত আসনে ০৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন।নবীনগর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৬ জন। ওরা হলেন মোজাম্মেল হক স্বতন্ত্র, মো. খাইরুল বাসার ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. শামসুল হক স্বতন্ত্র, মোহাম্মদ হেলাল উদ্দিন স্বতন্ত্র, আব্দুল্লাহ আল মামুন নৌকা, মো. লিয়াকত আলী স্বতন্ত্র বিদ্রোহী।
সংরক্ষিত আসনে ০৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন।শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৯ জন। মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র, আজহার হোসেন সরকার স্বতন্ত্র, এনামুল হক স্বতন্ত্র, মো.সৈয়দুজ্জামান নৌকা, শাহ জাহান মিয়া ইসলমী আন্দোলন বাংলাদেশ, রিজিক সরকার স্বতন্ত্র, নুরুল ইসলাম জাকের পার্টি, খাইরুন্নাহার স্বতন্ত্র, জাকি উদ্দিন স্বতন্ত্র।
সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন।ইব্রাহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, ওরা হলেন মো. নোমান চৌধুরী স্বতন্ত্র, মো. মমিনুল ইসলাম স্বতন্ত্র, আবু মুছা নৌকা, মামুনুর রশীদ ভূইয়া স্বতন্ত্র। সংরক্ষিত আসনে ০৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন।
সাতমোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, ওরা হলেন শাহীন সরকার স্বতন্ত্র, জসিম উদ্দিন আহাম্মেদ সরকার নৌকা, মোবারক হোসেন স্বতন্ত্র, মোহাম্মদ শাহাজাহান স্বতন্ত্র, মো. তাজুল ইসলাম স্বতন্ত্র, নিকছন স্বতন্ত্র, মোমেন মিয়া স্বতন্ত্র, শাহাদাত হোসেন স্বতন্ত্র, মো. হারুন অর রশিদ স্বতন্ত্র, মো. রফিকুল ইসলাম স্বতন্ত্র, মোশাররফ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংরক্ষিত আসনে ০৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন।জিনদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৮ জন। মো. আবুল বাশার বিদ্রোহী, আব্দুল রউফ নৌকা, মো. সোহেল সতন্ত্র, আব্দুল মালেক সতন্ত্র, রবিউল আওয়াল রবি বিদ্রোহী, আতিকুল ইসলাম সতন্ত্র, মো. আবদুর রহিম বিদ্রোহী, আবু জামাল বিদ্রোহী । সংরক্ষিত আসনে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন।
লাউরফতেহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৯ জন, নাজমুল হাসান স্বতন্ত্র, মো. জাহাঙ্গীর আলম স্বতন্ত্র, মো. আবু মুছা স্বতন্ত্র , মো. শাহীন সতন্ত্র), মো. মজিবুর রহমান (নৌকা), মালু মিয়া বিদ্রোহী, মো. আব্দুল কাহহার বিএনপি সতন্ত্র, মো. সুমন, মো. মোবারক হোসেন খান। সংরক্ষিত আসনে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন।
রসুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, আলী আকবর (নৌকা) খন্দকার মনির হোসেন সতন্ত্র, মো. মিজানুর রহমান স্বতন্ত্র, মো. রিয়াজ উদ্দিন স্বতন্ত্র , সংরক্ষিত আসনে ০৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন।নবীনগর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, মো. কাউসার স্বতন্ত্র , মো. নুর আলম স্বতন্ত্র , মো. ফিরুজ মিয়া নৌকা, মো. মোস্তাফা, মো. রানা জাসদ , সংরক্ষিত আসনে ০৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন।
রতনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, ওরা হলেন মাহাবুব স্বতন্ত্র, গোলাম মোস্তফা মারুফ বিদ্রোহী স্বতন্ত্র , আলী আক্কাস স্বতন্ত্র, সৈয়দ জাহিদ হোসেন নৌকা, রুহুল আমিন বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী। সংরক্ষিত আসনে ০৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন।শ্যামগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৮ জন, ওরা হলেন মো. মামুন মিয়া স্বতন্ত্র , আবুল খায়ের স্বতন্ত্র , মো. শাজাহান শিরাজ বিদ্রোহী, শামছুজামান খান নৌকা, মনির হোসেন স্বতন্ত্র , শরীফ আহাম্মদ স্বতন্ত্র, মোহাম্মদ আমীর হোসেন স্বতন্ত্র , মো. শিহাব উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংরক্ষিত আসনে ০৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন।বড়িকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, ওরা হলেন আব্দুল রহিম স্বতন্ত্র, মো. আনোয়ার পারভেজ বিদ্রোহী, মো আমির হামজা ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. লুৎফর রহমান নৌকা, মুর্শেদ আহমেদ স্বতন্ত্র, আঃ লতিফ স্বতন্ত্র, মো. আলী খাঁন স্বতন্ত্র, দাদা মিয়া স্বতন্ত্র, মো. মসিউর রহমান স্বতন্ত্র, আজহারুল ইসলাম।সংরক্ষিত আসনে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন।
সলিমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, ওরা হলেন মো. পরশ মিয়া স্বতন্ত্র, বাবুল সরকার কাস্তে, মাইনুল হক সিকদার নৌকা, মো. আশিকুর রহমান স্বতন্ত্র , মো. জাহাঙ্গীর হোসেন স্বতন্ত্র। সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।