গফরগাঁওয়ে প্রয়াত নেতার কবর জিয়ারত করে নৌকার মাঝিরা মনোনয়ন ফরম জমা দিলেন

- আপডেট সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আলমগীর সরকার, ময়মনসিংহঃ পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থীরা গফরগাঁওয়ের সাবেক এমপি প্রয়াত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের কবর জিয়ারত করে দুপুরে উপজেলা রিটার্নিং নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে প্রয়াত নেতা আলতাফ হোসেন গোলন্দাজের কবর জিয়ারত করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলসহ গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থীরা এসময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ১৫টি ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থীরা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে গফরগাঁও উপজেলায়।