শাল্লায় নারী চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির মাধুবী তালুকদার

- আপডেট সময় : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
পি সি দাশ, শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ভাটির উপজেলা প্রত্যন্ত জনপদ শাল্লায় ৫ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী মাধুবী রানী তালুকদার। তিনি উপজেলা ৩ নং বাহাড়া ইউনিয়নের সুখলাইন গ্রামের (ডাক্তার বাড়ির) বাসিন্দা।
২০২১ সালের ৫ জানুয়ারিতে ৫ম ধাপ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন।
শাল্লায় ইতিপুর্বে স্থানীয় নির্বাচনে কোন মহিলা, চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেনি । ফলে এলাকায় তিনি খুব আলোচনায় রয়েছেন। অনেকেই বলছেন বলা যায় না কখন কি যে হয়ে যায়। এবারের নির্বাচনে বাহাড়া ইউনিয়নে কেবল মাধুবী তালুকদার বিরোধী দলীয় প্রার্থী অন্য চারজন আওয়ামী লীগের। এসব বিষয় টি উপজেলা সদর সহ গ্রামের হাট বাজারে অন্তহীন আলোচনা।
উপজেলার বাহাড়া ইউনিয়নের বাহাড়া গ্রামের অনুজ কান্তি রায় চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সকাল ১০ টার দিকে কথা হয় দিরাই শাল্লা রাস্তায়। তিনি বলেন দাদা, এই ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক প্রার্থী হওয়ায় মাধবী তালুকদারের জন্য আশীর্বাদ ও হয়ে উটতে পারে।
তিনি আরো বলেন, আর যাই হোক শাল্লার ইতিহাসে প্রথম একজন মহিলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাধবী তালুকদার নির্বাচন করছেন এর জন্য উনাকে ধন্যবাদ। আগামী দিনগুলোতে মাধবী তালুকদারের সাহসীকতায় অনুপ্রাণিত হয়ে আরো অনেক বিচক্ষণ নারী প্রার্থী নির্বাচনে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
এবিষয়ে জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কলিপদ রায় বলেন। মাধবী রানী তালুকদার দীর্ঘদিন যাবত এলাকার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছেন। ৫ম ধাপ নির্বাচনে একজন মহিলা প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ভাল কিছু করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি দুলদুল চৌধুরী বলেন,জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীকে) বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাধবী তালুকদার নির্বাচন করছেন। ভাল কিছু আসাও করছে দল। কারণ এই ইউনিয়নে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিলে ৪ জন নির্বাচন করছে।
তিনি বলেন জাতীয় পার্টি একমাত্র বিরোধী দলের প্রার্থী হিসেবে মাধবী তালুকদার কে নিয়ে প্রতিটি গ্রামের ঘরে ঘরে ভোট ভীক্ষা করছি। দেখা যাক সব শেষে কি হয়। তবে ভোটারদের মাঝে সাড়া জাগিয়েছে একজন মহিলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে।
এবিষয়ে মাধবী তালুকদার বলেন, আমি বিশ্বাস করি ইউনিয়নবাসী আমাকে বিজয়ী করবে।
তিনি বলেন সাধারণত, পুরুষের তুলনায় নারীরা দুর্নীতি অনিয়ম কমেই করে। সেই দিক বিবেচনা করে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠনে মহিলা চেয়ারম্যান প্রার্থীকে ভোটারগন ভোট দিয়ে আমায় তাঁদের আপন করে নিবেন। তিনি জানান আমি নির্বাচিত হলে নারীদের ক্ষমতায়ন ও আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে সাধ্যমত চেষ্টা করবো।