লালমনিরহাটের হাতীবান্ধায় ১২ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

- আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
মোঃ বিপুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নে চলছে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার ( ২৬ ডিসেম্বর) সকালে উপজেলার সিংঙ্গিমারী, টংভাঙ্গা, সিন্দুর্না, নওদাবাস, গোতামারীসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষসহ বিভিন্ন বয়সের ভোটারদের উপস্থিত ছিল সন্তোষজনক।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতিমধ্যে তাদের অনেকেই ভোট দিয়ে চলে গেছেন। শান্তিপূর্ণ পরিবেশ দেখে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর ছিলো চোখে পড়ার মতো।
পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪হাজার ৮শত ৫২ জন। এ রমধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৫শত ৪৪ জন এবং মহিলা ভোটার ৯২ হাজার ২শত ৬৩ জন।
উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৭৩ জন, সাধারণ সদস্য পদে ৪৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।