সর্বশেষ ::
চৌহালীতে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৫নং খাষকাউলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. গনি মোল্লা দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোট বর্জন করেছে।
রবিবার (২৬ ডিসেম্বর ) দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে বলেন, আমার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে নৌকায় সিল ও আমার সমর্থক ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ৯ টা কেন্দ্রের সবগুলোতেই নৌকার সমর্থকরা আনারস প্রতীকের এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী মো. গনি মোল্লা।
মো. গনি মোল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আবু সাঈদ বিদ্যুৎ। এই ইউনিয়নে মোট ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে আরো বলেন, আমার ইউনিয়নের ৯ টা কেন্দ্রের মধ্যে সিংহভাগ কেন্দ্রের কোনো এজেন্ট দিতে পারিনি। নৌকার প্রার্থী ও তার এজেন্টরা হুমকি দিচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। নৌকার প্রার্থী নির্বাচনের আগে থেকে আমাকে এবং আমার কর্মীদের হুমকি দিচ্ছিল। আজ আমার সমর্থকরা সকাল থেকেই কেন্দ্রে যেতে পারছিলো না। নৌকার সমর্থকরা প্রকাশ্যে সিল মেরেছে।
দুপুর ২ টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ বিদ্যুৎ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, খাষকাউলিয়া ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন বলে শুনেছি। তবে যেসব অনিয়মের অভিযোগ তারা তুলছেন সেসব বিষয়ে কেন্দ্র থেকে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।