ঐক্যবদ্ধ ইউনিয়নবাসীর অনুরোধে ময়নাল হোসেন এর নির্বাচনি ঘোষণা

- আপডেট সময় : ১০:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
দেবিদ্বার প্রতিনিধি : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৬ নং মোহনপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পরিক্ষিত নেতা এবং তৃনমুলের তালিকায় প্রথমে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী ময়নাল হোসেন কে বঞ্চিত করে তৃনমুলের তালিকায় চার নম্বরে থাকা ব্যক্তি কে নৌকা প্রতিক দেওয়ায় এলাকার জন-সাধারণ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হাজী ময়নুলকে নির্বাচন করার অনুরোধ করলে তিনি প্রার্থি হওয়ার ঘোষনা দেন।
শনিবার বিকালে ইউনিয়নের কুরুইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সহস্র নারী-পুরুষ তৃনমুলের পছন্দের প্রার্থী হাজী ময়নুলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে তার হয়ে সবাই কাজ করার অঙ্গিকার করেন।
গত বৃহস্প্রতিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইউপি নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভাশেষে যে তালিকা প্রকাশ করা হয়, তাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মুজিবুর রহমান ভুইয়াকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করা হয়। অবশ্য বর্ধিত সভার কাউন্সিলে প্রথম হয়েছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী ময়নাল হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা গন্যমান্য ব্যক্তি বর্গ।
বক্তব্যে নেতা-কর্মীরা বলেন, যারা দলের জন্য মামলা হামলা ও নির্যাতনে শিকার হয়েছেন দল তাদের মূল্যায়ন না করলে ও আমরা হাজী ময়নাল কে ভোট দেব। তিনি ব্যক্তিগত ভাবে ভাল মানুষ। তিনি তার রাজনৈতিক জীবনে কাউকে ক্ষতি করে নাই।