হাতিয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন দুই প্রার্থী

- আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য তারিখ ছিল। আজ (২৪ জানুয়ারি ২০২২) ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন।
এ দিন ২টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বার পদে একক প্রার্থীর ব্যতিত অন্যান্য প্রার্থীরা প্রত্যাহার করায় এসকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে চলেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাচন অফিসার ও ওই ২টি ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ জাকির হোসেন।
নলচিরা ইউনিয়ন পরিষদে একক প্রাথর্ী হিসেবে যাঁরা রয়েছেন চেয়ারম্যান পদে মোঃ মরছুর উল্যাহ বিপ্লব (আওয়ামীলীগ, নৌকা প্রতীক), সংরক্ষিত মহিলা-১। হাছনা আরা বেগম ২। মঞ্জু রানী মজুমদার ৩। তাজ নাহার বেগম, মেম্বার পদে- ১। শরিফ উদ্দিন, ২। মওদুদ আহাম্মদ, ৩। মেহেরাজ উদ্দিন, ৪। জামাল উদ্দিন, ৫। নুর ইসলাম ৬। মেজবাহুল মাওলা, ৭। আবু বকর ছিদ্দিক বোরহান ৮। খালেদুল হাই শাহীন ৯। মোঃ ইউনুছ আলী। সুখচর ইউনিয়ন পরিষদে একক প্রাথর্ী হিসেবে যারা রয়েছেন- চেয়ারম্যান পদে মোঃ আলা উদ্দিন (আওয়ামীলীগ নৌকা প্রতীক), সংরক্ষিত মহিলা মেম্বার- ১। রূপা আকতার, ২। রত্না বেগম, ৩। পারুল বেগম, মেম্বার পদে- ১। দিদারুল ইসলাম, ২। ছালা উদ্দিন, ৩। মনির উদ্দিন, ৪। দিদার উদ্দিন, ৫। কেফায়েত হোসেন, ৬। বাকের উদ্দিন, ৭। নিজাম উদ্দিন, ৮। মোঃ ইউছুপ, ৯। মোঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭ জন, সাধারণ মেম্বার পদে- ২৯ জন এবং নলচিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে- ১৭, সাধারণ মেম্বার পদে- ৪৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন।