মেম্বার পদে দোয়া প্রার্থী যুবলীগ নেতা

- আপডেট সময় : ০১:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ান। তাজপুর গ্রামের মোঃ শামসুল পালোয়ানের ছেলে রিয়াজ পালোয়ান বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানব সেবায় এগিয়ে যেতে চান এই তরুণ যুবলীগ নেতা। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশগ্রহণের আশাবাদ ব্যাক্ত করেন তিনি। করোনা কালীন সময়ে নিজস্ব তহবিল দিয়ে অসহায়কে সাহায্য ও সহযোগিতা করেছেন।
এই যুবলীগ নেতা বলেন, যে দ্বায়িত্ব ভালোভাবে পালন করবেন, মহান আল্লাহ তাকে তার প্রাপ্য দিয়ে দিবেন। কারণ উনি ন্যায় বিচারক আর যদি তৃতীয় ব্যাক্তির মতো কেউ নিজ দ্বায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত মহান আল্লাহর প্রার্থনা করেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রিয়পাত্র হবেন। কর্মই ধর্ম, সত্যই ধর্ম আর মানুষের সেবাই পরম ধর্ম।
আমি মানব সেবায় আমার নিজস্ব তহবিলের কিছুটা অংশ ব্যয় করেছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এই মানব সেবা অব্যাহত রাখতে আমি এবার আমার এলাকার যুব সমাজ থেকে শুরু করে মুরব্বিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবো।
সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি জয়ী হবো। আর জয়ী হলে গরীবের পাশে থেকে এলাকার রাস্তাঘাট, মসজিদ ও মাদ্রাসাসহ সকল ধরনের উন্নয়নে কাজ করে যাবো।