সর্বশেষ ::
পুত্র সন্তানের মা হয়েছেন পপি, স্বামী মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে সাদিকা পারভিন পপির সন্তান। যদিও ডাক্তারের দেয়া নির্ধারিত তারিখ ছিলো আগামী নভেম্বর। মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
বৃহস্পতিবার রাত থেকেই এমন গুঞ্জন চলচ্চিত্রপাড়ায়। এফডিসি সারাদিন ছিলো এ আলোচনায় মুখর। তবে বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ বা তার পরিবার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে জানতে পপির মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
পরিচালক সমিতির নেতা, এক তরুণ পরিচালক বলেন, আমিও জেনেছি তিনি মা হয়েছেন। দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন পপি। কারণ হিসেবে জানা যায়, তিনি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।