নায়িকা পপির মা হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল তার বাবা

- আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে একেবারেই লোক’চক্ষুর আড়ালে রয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। আগে থেকেই গুঞ্জন ছিল বিয়ে করে সংসার শুরু করেছেন তিনি।
এরপর গত কয়েক’দিন থেকে গুঞ্জন চাউর হয়েছে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পপি। তবে এতো সব গুঞ্জনের মাঝেও কোন দেখা নেই পপির।
ঘটনার সত্যতা জানতে দেশের একটি গণমাধ্যম পপির বাবার সঙ্গে যোগাযোগ করে। পপির বাবা গণমাধ্যমে বলেন, শুনেছি পপি সন্তান’সম্ভবা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরি’বারের কেউই এ বিষয়ে কিছু জানি না। পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি।
এমনকি পপির সঙ্গে বারবার যোগা’যোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাবো! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।
পপি সবকিছু থেকেই বিচ্ছিন্ন। এরপরই গুঞ্জন ছড়ায়, নায়িকা এক শিল্প’পতিকে গোপনে বিয়ে করেছেন। তার সঙ্গে সংসার করছেন। এবার শোনা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র’সন্তানের জন্ম দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
পপি আড়াল ভেঙে সব’কিছু প্রকাশ করলে, অথবা তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত করলে তবেই জানা যাবে সত্যি ঘটনা। জানা যাবে পপি আসলেই মা হয়েছেন কি না। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।