সর্বশেষ ::
কারাগারে মেহজাবীন!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ পর’নে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাউজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপ’লক।
সম্প্রতি একটি স্থিরচিত্রে এভাবে ধরা দিয়ে’ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ছোট চুলে, ফ্যাকা’শে মুখে কেন মেহজাবীন এভাবে বসে আছেন? আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি কারা’গারে! কিন্তু কেন?
উত্তর জানা যাবে ওয়েব কন’টেন্টে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছবি দুটি পাঠায় ওটিটি প্ল্যাট’ফর্ম চরকি। বোঝাই যাচ্ছে চরকির প্রযো’জনায় নতুন কোনো কনটে’ন্টের ছবি এটি।
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে বরাবরই আলো’চনায় থাকেন মেহজাবীন। আবারও তেমন কিছুই করতে যাচ্ছেন তিনি। কোন কনটেন্টে মেহজাবীন’কে এমন রূপে দেখা যাবে, তা জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। এমন লুকে কবে, কখন তিনি ওটিটিতে আস’বেন তা জানা যাবে আরও পরে।
বছরের শুরুতেই চরকি ঘোষণা দেয় যে নতুন বছর দর্শক’দের জন্য নানা আয়োজনে সাজানো হবে চরকি। অরিজি’নাল সিনেমা, সিরিজ, শর্ট’ফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতি’শ্রুতি দিয়েছে প্ল্যাটফর্মটি।
কিছু’দিন আগেই চরকি প্রকাশ করেছে আফরান নিশোর নতুন একটি লুক। তাতে দর্শক মহলে বেশ আলো’চনার জন্ম দেয়।