মুহাম্মদ মিলনের সঙ্গে গেয়েছেন আনিসুর রহমান

- আপডেট সময় : ১২:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ উদীয়মান নাশিদ শিল্পী, সাউন্ড ইঞ্জিনিয়ার, নাশিদ সুরকার, গ্রাফিক্স ডিজাইনার, প্রোগ্রামার ও উদ্যোক্তা আনিসুর রহমান বর্তমান সময়ে বেশ কিছু মৌলিক ইসলামি গান নিয়ে কাজ করছেন আনিসুর রহমান।
শিগগিরই তিনি প্রকাশ করবেন ‘মালিক তুমি’ এবং ‘কেউ হবে না তোমার সাথী’ শিরোনামের দুটি গান।এ গান দুটিতে তার সঙ্গে গেয়েছেন জনপ্রিয় গায়ক মুহাম্মদ মিলন।
এ ছাড়াও মিলনের সঙ্গে প্রথমবারের মত বেশ কিছু কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে তার গাওয়া বেশ কিছু ইসলামিক গান প্রকাশ পেয়েছে। গানগুলোর জন্য মানুষের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
আনিসুর রহমানের গাওয়া উল্লেখযোগ্য ইসলামি গানের মধ্যে রয়েছে-‘হে খোদা দয়াময়’, ‘আল্লাহু আল্লাহু’, ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’ এবং ‘মুমিন হতে চাই’।
এছাড়া দেশাত্মবোধক গান ‘আমি বাংলায় গান গাই’ গেয়েও শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। আনিসুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও।
তিনি হালাল প্রেজেন্টসের প্রতিষ্ঠাতা এবং ইউসুফ নিট ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক। ১৯৯৭ সালে মাদারীপুর জেলায় তার জন্ম। তিনি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ থেকে এইচএসসি এবং স্নাতক সম্পন্ন করেছেন।
ছোটবেলা থেকেই গানের খুব ভক্ত আনিসুর। ইসলামি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি মানুষকে ইসলামের পথে দাওয়াত দেন।