এমন রাত আমার জীবনে কখনো আসেনি

- আপডেট সময় : ১২:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ অভিনেত্রী পূজা চেরি ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রোববার প্রকাশিত ফল হাতে পেয়েছেন দহন সিনেমার এই নায়িকা। কিন্তু এই ফল তার নিজের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ জন্য কিছুটা মন খারাপ পূজার।
পরীক্ষার আগে সিনেমার শুটিং করেছেন। ভেবেছিলেন টেনেটুনে পাস করবেন। পূজা চেরি বলেন, দুশ্চিন্তায় আমি গত রাতে কিছুই খেতে পারিনি। এমন রাত আমার জীবনে কখনো আসেনি।
তিনি বলেন, পরীক্ষার আগে ‘গলুই’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সেই সময় শুটিংয়ে আমাদের লম্বা সময় জামালপুরে থাকতে হয়। আরও প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার ফল আরও ভালো হতে পারত।
এ জন্য রেজাল্ট দেখে মনটা খারাপ হয়েছে। তবে এত ব্যস্ততার মধ্যেও যে ঠিকমতো পরীক্ষা দিতে পেরেছি, ৪.০৮ পেয়ে পাস করলাম, এতেই আমি খুশি।
পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী।
পরে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে মানবিক শাখায় ভর্তি হন। পূজা বলেন, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়তে চাই। এখন থেকে সেই প্রস্তুতি নিতে হবে।