অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট মারা গেছেন

- আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের। রোববার (১৩ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বায়ার্ন।
গেরি বায়ার্ন বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে, ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার। তবে শান্তিপূর্ণভাবে, পরিবারের মধ্য থেকে তার স্বাভাবিক মৃত্যু হয়।
হার্ট ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট’, ‘চিলড্রেন অব এ লেসার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’ এবং ‘দ্য বিগ চিল’সহ নানা ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৫ সালের সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য ‘বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- ‘দ্য ইনক্রেডিবল হাল্ক‘, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ‘ব্ল্যাক উইডো’তে কাজ করেছেন।