শুভ সূচনা হলো ‘শেয়ার করি কেয়ার করি’ গানের মিউজিক ভিডিও অ্যালবামের

- আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্টারঃ বহু প্রতীক্ষার পর, মহা সমারোহে শুভ সূচনা হলো ‘শেয়ার করি কেয়ার করি‘ গানের মিউজিক ভিডিও অ্যালবামের ।
অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে মিষ্টি প্রেমের গল্পে মোড়া এই মিউজিক ভিডিওটিতে গান গেয়েছেন জিষ্ণু দাশগুপ্ত ও নীলাঞ্জনা।
ভিডিওটিতে অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা ও রীতি গড়াই।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর প্রযোজনা করেছেন বিপ্লব কুমার সিনহা। পরিচালনা করেছেন মনজিত এবং শঙ্খ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী শমিধ ও উরভি চ্যাটার্জী, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী নন্দিনী দত্ত সহ অনেকে।
এই নতুন মিউজিক ভিডিও অ্যালবাম ‘শেয়ার করি কেয়ার করি দেখতে পাবেন অরিন মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে।
মিউজিক ভিডিও’র ঝমকালো অনুষ্ঠানকে ঘিরে সল্টলেকের সেক্টর ফাইভের গোদরেজ জেনেসিস এর ১৩ তলায় অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট এর অফিস ছিলো তারকাদের দখলে।