নিজেকে ব্যর্থ বলতে নারাজ দীঘি

- আপডেট সময় : ০৮:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
শিশু’শিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলী’ওয়ালা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর শিশু’শিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেন।
মাঝে দীর্ঘ বিরতি নিয়ে নায়িকা হিসেবে ‘টুঙ্গি’পাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভি’নয় করেন দীঘি। সিনেমা দুটি মুক্তির পর দর্শক’প্রিয়তা পায়নি। বরং নানা কারণে সমালোচিত হয়েছেন এই অভি’নেত্রী।
শিশু’শিল্পী হিসেবে দীঘি সফল হলেও নায়িকা দীঘি ব্যর্থ— এমন কথা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বলে থাকেন। কিন্তু নায়িকা হিসেবে এখনি নিজে’কে ব্যর্থ বলতে নারাজ তিনি। বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, ‘সফলতা কিংবা ব্যর্থতা বিষয়’টি বিবেচনা করার আগে অন্তত ৫-৭টি সিনেমা মুক্তি পাওয়া দরকার।
একটা-দুইটা সিনেমা দিয়ে আমি কারো ব্যর্থতা-সফ’লতা বিচার করব না। আমি নায়িকা হয়েছি বেশি’দিন হয়নি। সুতরাং এখনি আমাকে ব্যর্থ বলার সুযো’গ নেই। আমি কী পারি কী পারি না তা দেখানোর জন্য আরে’কটু সময় দেওয়া হোক। তার’পর তারা বলুক আমি ব্যর্থ না সফল।’
কিছুদিন আগে একটি হিন্দি গানের মডেল হয়ে’ছেন দীঘি। ‘হোঁটো পে নাম তেরা’ শিরো’নামে গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটি গেয়ে’ছেন ন্যানসি ও প্রেম। এর ভিডিও নির্মিত হয়েছে মানিক’গঞ্জের ফিল্ম ভ্যালিতে। এটি নির্মাণ করে’ছেন ইভান মনোয়ার। ভারতের বিখ্যাত প্রতি’ষ্ঠান টি-সিরিজের ব্যানারে নির্মিত হয়েছে ভিডিওটি।
দীঘির পরবর্তী সিনেমা ‘শ্রাবণ জ্যো’ৎস্নায়’। সরকারি অনুদানের এ সিনেমার শুটিং আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে। কথা’সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে এটি পরি’চালনা করছেন আবদুস সামাদ খোকন।