জামিনে মুক্ত পরীমণি

- আপডেট সময় : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজ রোববার (১০ অক্টোবর) আদালতে মাদক’দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন পরীমণি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিক’দারের আদালতে তার জামিন আবেদন করেন পরীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। পরীমণির আইন’জীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জামিনের স্থায়ী পিটি’শন চেয়ে শুনানি করি।
রাষ্ট্রপক্ষ বিরো’ধিতা করছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার (১০ অক্টোবর) দুুপুর ১টা ৩৮ মিনিটে ঢাকার চিফ মেট্রো’পলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হন। এরপর ঢাকার মেট্রো’পলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজিরা দেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনা’নীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় তার বাসায় বিভিন্ন ধর’নের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পর’দিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদক’দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার ‘সহযোগীর’ বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন।
‘এরপর’ তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট চারদিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুই দিন ও তৃতীয় দফায় ১৯ ‘আগস্ট’ একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ‘বর্তমানে’ তিনি জামিনে রয়েছেন। সিনেমার কাজে নিয়মিত হচ্ছেন। ‘নতুন’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন।