পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমিরে’র সঙ্গে শুটিং করেছেন কারিনা

- আপডেট সময় : ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ বলিউড সেন’সেশন কারিনা কাপুর আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’য় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতে শু’টিং করেছেন তিনি। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে হয়েছে সেই ছবির শুটিং।
ছবিটিতে আমির খানের সঙ্গে মূল চরিত্রে অভিনয় করেছেন কা’রিনা। বলিউডের এ জুটির এটি তৃতীয় ছবি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎ’কারে কারিনা এ ছবিটির বিষয়ে কথা বলেছেন।
সেখানে তিনি বলেন, তার অন্যতম প্রিয় অভি’নেতা আমির খানের সঙ্গে কাজ করার সময় অনেক স্মরণীয় অভিজ্ঞতা হয়েছে। দলের সবাই এবং বি’শেষ করে আমির এ ছবিটির জন্য অনেক কষ্ট করেছেন।
এই ছবিটি একটি দু’র্দান্ত স্ক্রিপ্টে করা হয়েছে এবং এটি একইভাবে পর্দায় এলে সবাই এটি পছন্দ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। করোনা মহা’মারির মধ্যে দিল্লিতে এ ছবিটির শুটিং করা হয়েছে বলেও জানান তিনি।
কারিনা আরও বলেন, তিনি যখন তার দ্বিতীয় সন্তান জেহের পাঁচ মাসের সন্তান’সম্ভবা তখন তিনি এ ছবিটির মূল শুটিং কাজ করেছেন।
লাল সিং চাড্ডা ছবিটি হচ্ছে টম হ্যাঙ্ক’সের হলিউড ব্লকবাস্টার ছবি ‘ফরেস্ট গাম্প’ এর অফিসিয়াল রিমেক। আর এ ছবিটির পরি’চালনা করেছেন অদ্বৈত চন্দন।