সর্বশেষ ::
জনপ্রিয় হয়ে উঠেছে যমুনার তীরে গড়ে তোলা কাশফুল পিকনিক স্পট

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ২১৯ বার পড়া হয়েছে
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা যমুনার তীরে গড়ে তোলা হয়েছে কাশফুল পিকনিক স্পট। যা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে বিনোদন প্রেমীদের কাছে।
সিরাজগঞ্জের গা-ঘেষে বয়ে চলা যমুনা নদী, কখনো শান্ত আবার কখনো রাক্ষুসী। এই যমুনা তীরে এখন বিনোদনপিপাসুদের ভিড়। ছুটির দিন মানেই কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঘোচাতে শহরের কোলাহল ছেড়ে প্রিয়জনদের সঙ্গে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো আনন্দ ।

কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় পেলেই কোনো উন্মুক্ত বিনোদন স্পটের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসে প্রাণভরে নিশ্বাস নিতে ছুটে যাচ্ছে যমুনার তীরে গড়ে তোলা কাশফুল পিকনিক স্পটে।
বর্তমানে এই স্থানটি দিন দিন ভ্রমণ পিপাসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মুক্ত হাওয়ায় আড্ডা দিতে প্রতিদিন নানা বয়সের দর্শনার্থীরা ভিড় জমায়।

যমুনার পাড়ে কাশফুল পিকনিক স্পটে ঘুরে দেখা যায়, পিকনিক স্পটটিতে দাঁড়িয়ে উপভোগ করছেন নদীর নির্মল বাতাস আর অনাবিল প্রাকৃতিক শোভা। বিনোদন প্রেমীরা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়জনদের সাথে।কেউ এসেছে পরিবারের সাথে কেউ বা বন্ধু-বান্ধবের সাথে।

দেশীয় ফলজ ও ফুল গাছ দিয়ে সৌন্দর্য তুলে ধরা হয়েছে পিকনিক স্পটটি। ভ্রমণের সময় দর্শনার্থীদের ক্লান্তি দূর করতে বিশেষ জায়গা গুলোতে বসানো হয়েছেন বসার সুব্যবস্থা। দূর থেকে আসা দর্শনার্থীদের খাওয়া-দাওয়া করার জন্য রয়েছেন সুন্দর রূপে সজ্জিত কক্ষ।

বর্তমানে সবার দৃষ্টিতে নজর কাড়ছেন স্পটটিতে সূর্যমুখী ফুলের সৌন্দর্য। পিকনিক স্পটটির অনেক জায়গা জুড়ে লাগানো হয়েছে সূর্যমূখী ফুল। সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ প্রকৃতিপ্রেমিরা।

স্পটিতে ঘুরতে আসা বিনোদন প্রেমিক সুজন সেখ,নাহিন,রাজু,রফিকুল,রাশিদুল, আইদুলসহ অনেকে জানান, সিরাজগঞ্জে তেমন পিকনিক স্পট নেই। ফেশবুকে দেখে বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। স্পটটির ভিতরের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ । বেশ ভালো লাগছে।
পিকনিক স্পটটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। তাই এখানে নৌকা চালিয়ে ভালো টাকা আয় করছেন নৌকার মাঝীরা। এতে জীবিকা নির্বাহ আগের থেকে সহজ হয়েছে বলে জানান স্থানীয় মাঝীরা।