লাল শাপলা মন কাড়ে হাজার মানুষের

- আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
এহসানুল হক রিপনঃ শরৎ মানে নতুন বার্তা নতুন কিছু। তবে এ নতুন অন্য রকম ।ব্যস্তময় শহরে ভোর বেলা উঁকি দিয়ে উঠে লাল শাপলা । শাপলার সৌন্দর্য উপভোগ করতে কেউ কেউ সকালে ঘুম থেকে উঠে দেখতে আসেন কাচারী পুকুর পাড়ে।
দুই তিনশ’ শাপলার সমাহার দেখা যায়।রং এর দিক দিয়ে লাল শাপলা মন কেড়ে নেয়। লাল শাপলার পাপড়ী গুলো ফুটে আছে বহু সৌন্দর্যে । শহরে ভোরে চারদিক নিরব। লাল শাপলা ব্রাহ্মণবাড়িয়া শহরের একমাত্র পৌরসভার পুকুরেই দেখা মেলে।দিন দিন বাড়ছে শাপলার সৌন্দর্য ও সংখ্যা।
পানির নিরবতায় যেন লাল শাপলা গুলো অনেকটাই পথিক হয়ে আছে সৌন্দর্য বিলিয়ে দিতে।লাল শাপলার পাতা গুলো বেশ বড় পানিতে ভাসমান থাকে।লাল শাপলা উঁকি দিয়ে কোনটি বেশি উপরে উঁকি দিছে আবার কোনোটি পানিতে কুচুরিপানা মত সমতা বজায় রেখে উঁকি দিয়ে আছে।
তবে বেলা বাড়ার সাথে সাথে লাল শাপলা গোছিয়ে ফেলে তার পাপড়ি গুলো।সকাল সাড়ে দশটা পর্যন্ত এর সৌন্দর্য দেখা যায়।লাল শাপলার সৌন্দর্য উপভোগ করেন মোঃ আরিফ উদ্দিন জানান লাল শাপলা দেখতে সুন্দর ।
প্রতিটি সকাল যেমন নিষ্পাপ মনে হয় ঠিক তেমনি সকাল বেলা এই লাল শাপলা ফুল দেখলে নিজেকে নিষ্পাপ মনে করি।এই ব্যস্তময় শহরের ব্যস্তময় জায়গার পাশে শাপলা গুলো সংরক্ষণ করা হোক ।