শিশুর স্মৃতিশক্তি বাড়াতে করণীয়

- আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
করোনা’ভাইরাসের কারণে প্রায় ১ বছরের’ও বেশি সময় স্কুল কলেজ বন্ধ রয়েছে। ফলে নিয়মিত ক্লাস করা ও পড়ার অভ্যাস বদলে গেছে অনেকেরই। অনলাইনে ক্লাস করা, বন্ধু–বান্ধব ও সহ’পাঠিদের সাথে মিশতে না পারা এবং গৃহবন্দি জীবনের প্রভাব পড়ছে শিশুদের পড়া’শোনা এবং মনের উপর। স্মৃতি’শক্তিও হ্রাস পাচ্ছে অনেকের। মহামারীর এই সময়ে শিশুর স্মৃতিশক্তি মজবুত রাখতে খাবারের দিকে আলাদা করে নজর দিতে পারেন। কিছু খাবার একেবারে বাদ দিতে পারেন। কিছু খাবার যোগ করতে পারেন।
যেসব খাবার বাদ দেবেন —
অতিরিক্ত তেলে ভাজা খাবার ও অতিরিক্ত মিষ্টি খাবার শিশুদের দেবেন না। যেমন, অতিরিক্ত মিষ্টি বিস্কুট, চকলেট, কেকের মতো খাবার এড়িয়ে চলুন। এই সব খাবার হজম করতে প্রচুর শক্তিক্ষয় হয়। তাতে মস্তিষ্কের কাজে বাধা পড়ে। বিশেষ করে পরীক্ষার সময় এগুলো থেকে আপনার শিশুকে দূরে রাখতে হবে।
যেসব খাবার খাওয়াবেন—
প্রতিদিনের খাবারের তালিকায় কাঠবাদাম বা আমন্ড, আখরোট, কিসমিসের মতো শুকনো ফল রাখুন। সঙ্গে কলা বা কমলালেবু, ডিমও দই নিয়মিত খাওয়ান। এছাড়াও শরীর শুকিয়ে গেলে হ্রাস পায় স্মৃতিশক্তি। মন দিয়ে পড়াশোনা করার ক্ষেত্রেও সমস্যা হয়। ফলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে দিন।