যেসব ইউ’টিউব কনটেন্টে নিষিদ্ধ হচ্ছে বিজ্ঞাপন

- আপডেট সময় : ০৭:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
জল’বায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। কিন্তু এটিকে অস্বীকার করে নানা বিভ্রা’ন্তিকর তথ্য দিয়ে বানানো হয়েছে বিভিন্ন ভিডিও ও অন্যান্য কনটেন্ট যা ইউটিউবে ও গুগলে হর’হামেশা দেখা যায়। গত বুধবার (৬ অক্টোবর) গুগল এক ঘোষণায় বলেছে, তারা এ ধরনের কন’টেন্টে বিজ্ঞাপন নিষিদ্ধ করতে যাচ্ছে।
ফলে জল’বায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তত্ত্বের বিরুদ্ধে গিয়ে যারা কনটেন্ট বানাবে, বিজ্ঞাপন নিষে’ধাজ্ঞার মাধ্যমে গুগল নিশ্চিত করবে তারা যেন আর্থিকভাবে লাভবান হতে না পারে। বিভিন্ন অ্যাল’গরিদম ও ব্যবহার’কারীদের রিভিউর ওপর ভিত্তি করে গুগল এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।
জলবায়ু পরি’বর্তন নিয়ে সোচ্চার বিভিন্ন সংস্থা গুগলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। যুক্ত’রাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা আভাজের পক্ষে ফাদি কুরান বিবিসিকে বলেছেন, বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তন’কে অগ্রাহ্য করে যে অর্থনৈতিক প্রবাহ চলছে, তার বিপরী’তে গুগলের এটি একটি ভালো পদক্ষেপ।
আসন্ন গ্লাসগো সামি’টকে (কপ-২৬) সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম’গুলোসহ অন্যান্য টেক কোম্পানিগুলো জল’বায়ুবিষয়ক বিভ্রান্তিমূলক তথ্যপ্রবাহের বিরুদ্ধে গুগলকে অনু’সরণ করতে পারে।
বিখ্যাত সংস্থা গ্রিন’পিসের সিলভিয়া পাস্তোরেলি বলেছেন, অনলাইনে বড়ো বড়ো প্ল্যাট’ফরমগুলোতে এখন পর্যন্ত জলবায়ু বিষয়ে যেভাবে উদ্দেশ্য’প্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে, তাতে গুগলের এ পদ’ক্ষেপকে স্বাগত জানাতেই হয়। তবে এটাই যথেষ্ট নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম’গুলোতে দেখা যায়, জল’বায়ুবিষয়ক প্রতিষ্ঠিত ধারণা’গুলোর বিপরীতে বানানো কনটেন্ট পাঠক ও দর্শককে বেশ আক’র্ষণ করে এবং সেগুলো বিপুল লাইক-কমেন্ট-শেয়ারের কারণে বিজ্ঞা’পন পেয়ে আর্থিকভাবে লাভবান হয়। জল’বায়ুবিষয়ক অ্যাকটিভিস্টদের মতে, করোনা মহামারি সম্পর্কিত ভুল তথ্য’প্রবাহের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম’গুলো যে ভূমিকা নিয়েছে, ঠিক একইভাবে জল’বায়ু বিষয়েও নিতে হবে।
গুগল জানি’য়েছে, তারা এমন ব্যবস্থা করবে যাতে অভিযুক্ত কন’টেন্টগুলো ব্যবহারকারীদের হোমপেজে দৃশ্যমান না হয়।
এর প্রধান নির্বাহী সুন্দর পিচাই গত বুধবার এক ব্লগ পোস্টে ঘোষণা ক’রেছেন, জলবায়ু পরিবর্তন মোকা’বিলার অংশ হিসেবে গুগল তিনটি নতুন সিদ্ধা’ন্ত নিতে যাচ্ছে যার মধ্যে আছে – যুক্ত’রাষ্ট্রে গুগল ম্যাপস সবচেয়ে জ্বালানি-সাশ্রয়ী রুট দেখাবে, গুগল ফ্লাইটে এবং এর সিট’প্রতি কার্বন নিঃসরণের পরিমাণ সম্প’র্কিত তথ্য সরবরাহ করবে এবং নেস্ট থার্মো’স্ট্যাট অ্যাপে নতুন ফিচার যোগ করবে যাতে গ্রাহকরা পরিবেশ’বান্ধব জালানি ব্যবহার করতে উৎসাহিত হয়।