ফেসবুক প্রোটেক্ট চালু করে নিন; অন্যথায় লক বা বন্ধ হয়ে যাবে একাউন্ট!

- আপডেট সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আপনার Facebook Account এ এখনি ফেসবুক প্রোটেক্ট চালু করে নিন না হলে লক বা বন্ধ হয়ে যাবে একাউন্ট.!!
ফেসবুক এর নতুন একটি আপডেট এসেছি , ফেসবুক এ নতুন একটি ফিউচার অ্যাড হয়ে অনেকে Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পেয়েছেন কিন্তু যারা এখন এখনো Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পাননি তাড়া খুব তাড়া Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পেতে চলেছেন…!
আগামী ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে। ফেসবুক একাউন্ট এ বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক এই নতুন এই ফিচারটি তৈরি করেছে এবং সবাইকে অ্যাড করতে বলেছে.!
আপনার আমার ফেসবুক অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য শক্তিশালী নিরাপত্তা দরকার। আপনার আমার অ্যাকাউন্টের মতো সব অ্যাকাউন্টের রক্ষায় এই নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে ফেসবুক।
কি ভাবে ফেসবুক এ প্রোটেক্ট চালু করবে এবং আরো বিস্তারিত আসতেছে নেট পুরাপুরি ঠিক হওয়ার পর এখন screen shot অ্যাড করা যাচ্ছে না নেট সমস্যার জন্য…….!