নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির মিছিল পণ্ড

- আপডেট সময় : ০১:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
রাজধানীর নয়া’পল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির একাধিক নেতা গ্রেফতার ও আহত হয়েছেন। এতে বিএনপির পূর্বঘোষিত মিছিলের যে কর্ম’সূচি ছিল তা পণ্ড হয়ে যায়। মঙ্গল’বার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষ’দর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে রাজধানীর নয়া পল্টন থেকে মিছিল বের করার কথা ছিল বিএনপির। তবে সকাল ৮টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে আইন’শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে সকাল সাড়ে ১০টার দিকে বিপুল’সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশের জন্য আধাঘণ্টা সময় দেয় পুলিশ। তবে সমাবেশ শেষে ফিরার পথে নাইটেঙ্গে’ল মোড়ে পুলিশ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি নেতাকর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল ছাত্র’দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আদনান বলেন, সমাবেশ শেষে আমরা বাসায় ফিরছিলাম। এ সময় হঠাৎ নাইটেঙ্গেল মোড়ে পুলিশ হামলা চালায় এবং টিয়ারগ্যাস ছোড়ে।
এতে অনেক নেতা’কর্মী আহত হয়েছেন। এ সময় তিতুমীর কলেজের জয়েন্ট সেক্রেটারি আশিক’সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।