পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন ৯.৪ তাপমাত্রা

- আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে
দেশের উত্তরের জেলা পঞ্চ’গড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রতি’দিনই তাপমাত্রা কমছে; সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরে’র হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনু’ভূত হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্ব’নিম্ন।
সরে’জমিনে দেখা যায়, ভোরে হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। শুক্র’বার সন্ধ্যা থেকে এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও উত্তাপ নেই।
ফলে কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না।
তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকলে অন্যদিনের তুলানায় কুয়াশা ও শীতের তীব্রতা বেশি দেখা গেছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।