১০ বছর ধরে বেকার, আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে বৃদ্ধ

- আপডেট সময় : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর পল্টনে মহানগর নাট্যমঞ্চ এলাকায় আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়েছে পুলিশ। সেখানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া। আব্দুল কুদ্দুসের পরিবারের বরাত দিয়ে ঢাকা পোস্টকে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুল কুদ্দুস গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি বলেন, আমরা আব্দুল কুদ্দুসের ছেলেকে ফোন দিয়েছি। তিনি (ছেলে) ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছেন। খবর পেয়ে কুদ্দুসের ঢাকায় বসবাসকারী এক ভাতিজা ঢামেকে এসেছেন।
আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রীর ছেলে সোহাগ মোবাইলে ঢাকা পোস্টকে বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসার জন্য রওনা হয়েছি। আমার আব্বার দ্বিতীয় স্ত্রীর বিশেষ চাহিদাসম্পন্ন একটি ছেলে রয়েছে। দশ বছর হলো আব্বা বেকার। আজই গ্রাম থেকে তিনি ঢাকায় গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আব্দুল কুদ্দুস ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।