হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

- আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আবারও ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত পৌনে ১০টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের’ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছে মেডিকেল বোর্ড।
সেজন্য তাকে এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। কাল থেকে এই পরীক্ষাগুলো করা হবে। সেগুলোর রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা শেষে বোর্ড-ই সিদ্ধান্ত নিবে পরবর্তী করণীয় কী হবে?
ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশ নেয়া জরুরি। সরকার চাইলে ওনাকে বিদেশ নেয়ার অনুমতি দিতে পারেন।
স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কাজী ইফতে খায়রুজ্জামান শিমুল জানান, বেগম খালেদা জিয়াকে আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার ৮টার কিছু আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন।
বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার ভাই শামীম এস্কান্দর ও তার স্ত্রী, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ডা. আব্দুল্লাহ আল মামুন, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ অসংখ্য নেতাকর্মী।
এর আগে গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।