তুরাগে তীব্র স্রোত-আলোকস্বল্পতায় অভিযান স্থগিত ; ৫ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১০:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর অদূরে আমিন’বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। এর আগে উদ্ধার করা হয়েছে ৫টি মর’দেহ। নদীতে তীব্র স্রোত ও আলোক’স্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গাবতলী কয়লার ঘাটে বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে আয়োজিত তাৎ’ক্ষণিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা।
তিনি বলেন, নদীর স্রোতের কারণে মর’দেহগুলো ভেসে দূরে যেতে পারে। তাই আমরা জন’গণের সহায়তা চাচ্ছি। কোনো মৃতদেহ ভাসতে দেখলে আমাদের জানানোর অনুরোধ করেছি। আমরা আগা’মীকাল রোববার (১০ অক্টোবর) সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু কর’বো। উদ্ধার অভিযানে ব্যবহৃত বোট’গুলো ঘটনাস্থলে থাকবে।
তিনি আরও বলেন, আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভি’যান শুরু করি। ট্রলার’টিতে কোন বাল্কহেড ধাক্কা দিয়েছে তা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। নৌ-পুলিশ এ ব্যাপারে কাজ ক’রছে। অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ সহা’য়তা করেছে।
ট্রলারে কতজন যাত্রী ছিলেন এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভি’সের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, ট্রলারে কতজন যাত্রী ছিলেন তা জানতে পারিনি। তবে সাত’জন নিখোঁজের সংবাদ পাই আমরা।
এখন পর্যন্ত ৪ শিশু ও এক নারীসহ ৫ জনের মর’দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার চার শিশু’রই বয়স ৬ বছরের নিচে।