সর্বশেষ ::
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ।
- আপডেট সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট রুম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে রেঞ্জার্স। তিনি আদালতে গিয়েছিলেন জামিনের জন্য। নিরাপত্তা বাহিনী তাকে কালো একটি গাড়িতে করে নিয়ে যায়।
পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এই ঘটনা নিশ্চিত করেছেন। পিটিআই দলের ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইট করে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট ঘেরাও করে রেখেছিল রেঞ্জার্স বাহিনী। ইমরান খানের গাড়িটি ঘেরাও করে রেখেছিল রেঞ্জার্সরা। ডন
পিটিআইয়ের আজহার মাশওয়ানি বলেছেন, ইমরান খানকে আদালতের মধ্যেই আটক করেছে রেঞ্জার্স। ইতোমধ্যে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।