প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে বিষ খেলেন তরু’ণী

- আপডেট সময় : ০১:০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
ভারতের মালদার হবিবপুরের আইহো ঘোষপাড়ায় ষষ্ঠীর সন্ধ্যায় প্রেমে প্রত্যা’খ্যাত হয়ে প্রকাশ্যে বিষ পান করলেন প্রিয়াঙ্কা রায় নামের এক কলেজ’ছাত্রী।
ওই তরুণীকে গুরুতর অসুস্থ অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়ে’ছে। ছাত্রীর প্রেমিক’কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা’র সঙ্গে সুমিত সরকার নামে এক সহপাঠীর প্রণয়ে’র সম্পর্ক ছিল। দুজনেই মালদা কলেজে প্রথম বর্ষে’র পড়ে। ষষ্ঠীর সন্ধ্যায় ২ জনে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলে’ন।
তখন সুমিতকে বিয়ের কথা বলেন প্রিয়াঙ্কা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সুমি’ত। এর পর রাস্তাতেই কথাকাটাকাটি শুরু হয়ে যায় দুজনে’র। এরই মধ্যে প্রকাশ্য রাস্তায় ব্যাগ থেকে বিষের শিশি বার করে মুখে ঢেলে দেন তরু’ণী।
স্থানীয়’রাই তরুণীকে উদ্ধার করে প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডি’ক্যাল কলেজে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতা’লে পৌঁছায় পুলিশ।
সেখান থেকে সুমিত’কে আটক করে নিয়ে যান পুলিশ। পরে তাকে গ্রেফতা’র করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ছাত্রীর অবস্থা আশঙ্কা’জনক।