অষ্টম শ্রেণীর ছাত্রের সাথে পালালো ২৬ বছর বয়সী শিক্ষিকা

- আপডেট সময় : ০১:১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
অসম বয়েসে’র প্রেম। আর সেই প্রেমকেই পরিণতি দেওয়া’র জন্য পরিচিত সমাজ থেকে চম্পট শিক্ষিকা এবং ছাত্র। ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধিন’গড়ে। বেশ কয়েকদিন ধরেই শিক্ষা’ঙ্গনের মধ্যে ছাত্র ও শিক্ষিকার প্রেমের কথা সামনে আসতে থাকে। সূত্র মতে ১৪ বছর বয়সী ছাত্রের সাথে প্রেমালাপ জমে উঠেছিল ২৬ বছর বয়সী শিক্ষিকা’র সাথে।
গতকাল থেকে নিঁখোজ অবস্থায় দুজন’ই। ছাত্রের বাড়ির তরফ থেকে এফআইআর দায়ে’র করা হয়েছে যে শিক্ষিকাই তাদের ঘরের ছেলেকে নিয়ে চম্পট দিয়েছে’ন। সূত্র মতে জানা গিয়েছে গতকাল বিকেল চার’টে নাগাদ বাড়ি থেকে বেরোন যুবক, তার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে’না।
ছেলেটির বাবার অভি’যোগ, ‘এই সম্পর্ক যেহেতু মেনে নেওয়া হয়নি, তাই তারা বাড়ি ছেড়ে পালি’য়েছে।’ কিশোর ছাত্রকে নিয়ে শিক্ষিকার পালা’নোর ঘটনা বিরল হওয়ায় অবাক স্কুলের শিক্ষক মহল থেকে ছাত্র’ছাত্রী ও পরিজনরাও। অভিযুক্ত শিক্ষিকা কলোল শহরের দর’বারি চাওয়ালের বাসিন্দা।
কিশোরে’র বাবার দাবি, সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর ছেলে বাড়িতে নেই। স্ত্রী জানান, বিকেল চারটে নাগাদ ছেলে বাড়ি থেকে বেরি’য়েছে।
পাড়া ও আত্মীয়-স্বজনে’র কাছে ফোন করেও খোঁজ মেলেনি। ওই শিক্ষি’কাও তাঁর বাড়ি থেকে উধাও হয়ে যান। ইনসপেক্ট’র কে কে দেশাই জানিয়েছেন, দু’জনের কেউই মোবাইল ফোন নিয়ে যান’নি। তাই তাদের খুঁজে বের কর’তে সময় লাগবে।