যে কারণে গে-রিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান (ভিডিও)

- আপডেট সময় : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও তালে’বানের অন্তর্বর্তী সরকারের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। তারপরও যুদ্ধ’বিধ্বস্ত দেশটিতে যতটা সম্ভব পুনর্গঠনের কাজ শুরু করেছে তালেবান। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনী’তে নিয়োগ দেওয়ার জন্য সংগঠনের গেরিলা যোদ্ধা’দের প্রশিক্ষণ দিচ্ছে তালেবান।
এছাড়া আফ’গানিস্তানের বেশকিছু সীমান্ত রক্ষার জন্যও এসব গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সাউথ চীনা মর্নিং পোস্টের এক প্রতি’বেদনে জানা গেছে। এসব গেরিলা যোদ্ধারা মার্কিন ও সাবেক আফগান সরকারের সেনা’বাহিনীর ওপর হামলা চালাত।
এরই মধ্যে অন্তত ৫০ জন তালে’বান যোদ্ধা তিন সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছে।
ওই প্রশি’ক্ষণের ব্যাপারে তালেবানের রিক্রুটমেন্ট ডিরেক্টর শেখ আহমাদুল্লা’হ জানান, আফগানিস্তান এখন দখলদার মুক্ত। এখন সমগ্র আফ’গানিস্তানই ইসলামী আমিরাতের দখলে। তাই আমরা আফ’গানিস্তানের যেকোনো জায়গায় যত সেনা প্রয়োজন পাঠাতে পারব।
তবে ক্ষমতা দখলের পর তালে’বানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসলাসিক স্টেট বা আইএসের হামলা প্রতিহত করা। চলতি বছরের আগস্টের ১৫ তারিখে তালেবান ক্ষমতা দখলের পর আফ’গানিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস।