বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, বৈঠক বসছে ওপেক জোট

- আপডেট সময় : ০৩:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: চীন এবং ইউরোপে তেলের উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সোমবার (১ আগস্ট) বিশ্ববাজারে উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে তেলের দাম।
আর তেল সরবরাহে সামঞ্জস্য রক্ষায় ওপেক ও অন্যান্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিনিয়োগকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সে খবরে জানা যায়, বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার তেলের মূল্য হ্রাস পেয়েছে ব্যারেল প্রতি ৩.৭৭ ডলার। ৩.৬ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল তেলের মূল্য দাঁড়িয়েছে ১০০.২০ ডলার।
ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম হ্রাস পেয়েছে ৪.৭ শতাংশ। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯৪.০৩ ডলারে।
বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ চীন এবং ইউরোপের কোম্পানিগুলোতে তেল উৎপাদন হ্রাস।
কঠোর মহামারি বিধিনিষেধের ফলে জুলাইয়ে চীনের ক্যাক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক (পিএমআই) আগের মাসের ৫১ দশমিক ৭ থেকে জুলাই মাসে ৫০ দশমিক ৪ এ নেমে এসেছে।
এছাড়া ইউরো জোনের বৃহত্তম তেল উৎপাদক এস এন্ড পি’র পিএমআই সূচক জুনের ৫২.১ থেকে জুলাই মাসে ৪৯.৮-এ নেমে এসেছে। ২০২০ সালের জুনের পর প্রথমবারের মত ৫০-এর নিচে পিএমআই দেখছে ইউরোপ।
এদিকে উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার বৈঠক বসতে চলেছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক ও রাশিয়া।
বৈঠকে তেল উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। গত জুনের হিসাবে দেখা যায় জোটটি তার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৩ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করেছে।